Doctors, Jhargram, আরজিকরের ঘটনার প্রতিবাদ, হাতে প্ল্যাকার্ড নিয়ে ঝাড়গ্রামের রাস্তায় নামলো চিকিৎসকরা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৪ আগস্ট: আরজি করের ঘটনার প্রতিবাদে হাতে প্ল্যাকার্ড নিয়ে ঝাড়গ্রামের রাস্তায় নামলো চিকিৎসকরা। বুধবার দুপুরে ঝাড়গ্রাম শহরে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ঝাড়গ্রাম ব্রাঞ্চের পক্ষ থেকে আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং এই ধরনের ঘটনা আর যেন না ঘটে তার দাবিতে মৌন মিছিল করা হয়। ঝাড়গ্রাম শহরে অবস্থিত মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ঝাড়গ্রাম ব্রাঞ্চের অফিস থেকে মিছিল শুরু হয়ে ঝাড়গ্রাম শহর পরিক্রমা করে ঝাড়গ্রাম গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে শেষ হয়। এদিনের মৌন মিছিলে ঝাড়গ্রামের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসকদের পাশাপাশি বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্ত যোগদান করেন।

ঝাড়গ্রাম গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক তথা আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন ছাত্র ডাঃ জয়দেব মাহাতো বলেন, “আর জি করের ঘটনার প্রতিবাদে আজ আমাদের মৌন মিছিল করা হলো। আরজি করের ঘটনায় আজ আমরা ভীষণভাবে লজ্জিত। আমি আরজি করের একজন প্রাক্তন পড়ুয়া। আজ নিজেকে আরজি করের প্রাক্তনী বলতে আমার লজ্জা হচ্ছে। আরজি করে কর্তব্যরত অবস্থায় একজন চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুন করে দেওয়া হল। নামমাত্র একজনকে ধরে বলা হচ্ছে একজনই অপরাধটা করেছে। আমরা চিকিৎসক হিসেবে এটা মেনে নিতে পারছি না। এই ঘটনা কখনো একজনের দ্বারা ঘটানো সম্ভব নয়। এটা একটা সংঘটিত অপরাধ। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে চরমতম শাস্তির দাবি জানাচ্ছি আমরা”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *