Sujan, Medical Council, চার চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ মেডিক্যাল কাউন্সিলের, প্রতিবাদ সুজনের

আমাদের ভারত, ২৭ জানুয়ারি: সরকারি কাজকর্মে বাধা দেওয়ার অভিযোগে এবার সুবর্ণ গোস্বামী-সহ চার চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এ ব্যাপারে সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানালেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

সোমবার এক্স-বার্তায় সুজনবাবু লিখেছেন, “কন্ঠরোধের নক্কারজনক চেষ্টা নবান্নের। অপরাধী অভীক,বিরুপাক্ষদের গ্যাংকেই শেষমেশ লাগাতে হলো? পর্যায়ক্রমে নির্মল, শান্তনু, সুদীপ্তদের দিয়ে মাননীয়া লুট করেছে চিকিৎসকদের অধিকার, মর্যাদা। কলুষিত মেডিক্যাল কাউন্সিল এখন ভয় দেখাতে চাইছে প্রতিবাদী চিকিৎসকদের। মানুষই এর উত্তর দেবে।”

সূত্রের খবর, সুবর্ণবাবু ছাড়াও চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়, রঞ্জন ভট্টাচার্য এবং মানস গুমটার বিরুদ্ধে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেছে মেডিক্যাল কাউন্সিল। প্রসঙ্গত, এই চার চিকিৎসককেই আর জি কর আন্দোলনে দেখা গিয়েছিল। স্বভাবতই প্রতিহিংসার অভিযোগে সরব হয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস ফোরাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *