আমাদের ভারত, ২৭ জানুয়ারি: বাংলাদেশ সীমান্তে অতি সম্প্রতি বিপুল পরিমাণ চোরাই কাশির ওষুধ উদ্ধার করা হয়েছে। বিএসএফ অভিযানে ভূ- গর্ভের গোপন কুঠুরিতে পাওয়া গিয়েছে সেসব। তা নিয়ে কটাক্ষ করেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
সোমবার এক্সবার্তায় তিনি লিখেছেন, “বাংলাদেশ সীমান্তে কাশির ওষুধ পাওয়া গেছে। অস্ত্র পাওয়া গেলে নিশ্চয়ই বাজেয়াপ্ত করা উচিত, কিন্তু কাশির ওষুধ পাওয়া গেলে আমাদের কি ক্ষতি, বাংলাদেশের যুবশক্তি এই খেয়ে বুঁদ হয়ে থাকুক না। হিন্দু পেটানোর চাইতে তো ভাল। বেচারারা মদ খেতে পায় না, এর পরে হয়তো ভাতও খেতে পাবে না।”