Tathagata, Bangladesh, “বাংলাদেশে একটা বিস্ফোরণ ঘটবে খুব তাড়াতাড়ি”, তোপ তথাগতর

আমাদের ভারত, ২৭ জানুয়ারি: “বাংলাদেশে একটা বিস্ফোরণ ঘটবে খুব তাড়াতাড়ি, প্রচুর লোক এই অন্ধকার থেকে বেরিয়ে এসে প্রকাশ্যে ঘোষণা করবে।” সোমবার এক্সবার্তায় এই মন্তব্য করেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

‘কোরা’-র উদ্ধৃতি দিয়ে তিনি লিখেছেন, “বাংলাদেশে প্রচুর এমন আলেম আছেন যাঁরা ভিতরে ভিতরে ইসলামে বিশ্বাস করেন না, কিন্তু সমাজের ভয়ে, পরিবারের ভয়ে তাঁরা চুপ আছেন। মুসলিম সেজে থাকার কারণে তাদের অনেক লাভ, ধর্মব্যবসা করে তারা খেতে পারছে, মুমিনরা তাদেরকে সম্মান করে, হাদিয়া দেয়।

আলেমদেরকে কোনো কাজ করে খেতে হয় না, তারা সবার বাড়িতে দাওয়াত খেয়ে বেড়ায়। কিন্তু ইসলাম ত্যাগ করেছে এটা জানলে সমাজ তাকে কোণঠাসা করে দেবে, বয়কট করবে এমনকি প্রাণেও মেরে ফেলতে পারে। তারা কোনো কাজ করে খেতে পারবে না, কোথাও চাকরিও করতে পারবে না, কারণ তাদের কাছে ডিগ্রি নেই। ছোট থেকে স্কুলে না পড়ে মাদ্রাসায় পড়ার কারণে তাদের জীবন থেকে মূল্যবান বছরগুলো হারিয়ে গেছে, এই কারণে তারা ধর্মব্যবসা করতে বাধ্য হয়।

ইসলামে বিশ্বাসী হুজুরদের তুলনায় এক্স মুসলিম হুজুররা আরো বড়ো মাপের ধর্মব্যবসায়ী হয়। মাওলানা মুফতি আবদুল্লাহ আল মাসুদের মতো যাদের সৎসাহস আছে তারাই একমাত্র ইসলাম ত্যাগের ঘোষণা দিতে পারেন এবং ফলস্বরূপ দেশ থেকে বিতাড়িত হন। এখন আবার এই লোকটিও ইসলাম ত্যাগ করার ঘোষণা দিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *