আমাদের ভারত, ৩০ জুলাই:
পদ্ম শিবিরের লক্ষ্যমাত্রা যা ছিল তা ছুঁতে পারেননি তারা। তবু লোকসভা নির্বাচনে বাংলা থেকে ১২ জন সাংসদ পেয়েছে বিজেপি। প্রাপ্ত ভোটের হার বেড়েছে। ফলে জোর কদমে লোকসভা ভোট মিটতেই পরবর্তী রণকৌশল শুরু করে দেয় বঙ্গ বিজেপি। তাই আগামী দিনে বাংলার জন্য কি করা যেতে পারে সে ব্যাপারে প্রধানমন্ত্রী সঙ্গে কথা বললেন বঙ্গ বিজেপি সাংসদরা। সোমবার সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর সহ ১২ জন সাংসদ দেখা করেছেন প্রধানমন্ত্রী সঙ্গে।
সূত্রের খবর, নরেন্দ্র মোদী এদিন দলের সাংসদদের নির্দেশ দিয়েছেন, বাংলার উন্নয়নের জন্য কি কি করা যায় তা জানতে হবে। সেই অনুযায়ী পরিকল্পনা জানাতে হবে প্রধানমন্ত্রীর দপ্তরে। প্রধানমন্ত্রী আরও বার্তা দিয়েছেন, যাতে মানুষের মধ্যে বিশ্বাস আসে তার জন্য পদক্ষেপ করতে হবে। মানুষের কল্যাণে উন্নয়নমূলক কাজ করতে পারে একমাত্র বিজেপি বলেই মনে করেন মোদী। প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন, বাংলার মানুষের স্বার্থে সব রকম সাহায্য করতে প্রস্তুত কেন্দ্রীয় সরকার।
বাংলায় এবার স্থির করা লক্ষ্যমাত্রা থেকে অনেকটাই দূরে ছিল পদ্ম শিবির। উত্তরবঙ্গের বেশিরভাগ আসনে বিজেপি ভালো করলেও দক্ষিণবঙ্গের ফল আশাপ্রদ নয়। সোমবারের বৈঠকে নরেন্দ্র মোদী বলেছেন, লোকসভা নির্বাচনের ফল বাংলার মানুষের রাজনৈতিক ইচ্ছার সামগ্রিক বহিঃপ্রকাশ নয়। মোদীর বার্তা, জনসমর্থনকে ভোট বাক্সে প্রতিফলিত করতে হলে বিজেপির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উপর জনতার ভরসা আদায় করতে হবে।
সকলকে পরবর্তী লড়াইয়ে অনুপ্রাণিত করেছেন মোদী। কিভাবে আগামী দিনে বাংলায় ক্ষমতায় আসা যাবে তা নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।
সূত্রে খবর, মোদী সাংসদদের জানিয়েছেন, বাংলার মানুষ বিজেপিকে গ্রহণ করেছে। মানুষ বিজেপিকে আশীর্বাদ করেছেন, এটাই বাস্তব। সেইদিন খুব দূর নয় যেখানে বিজেপি বাংলার ক্ষমতায় আসবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নতুন করে লড়াইয়ের অক্সিজেন নিয়ে ফিরছেন বঙ্গ বিজেপি সংসদরা। এবার সময় বলবে ঘাসফুলের বিরুদ্ধে বাংলার পদ্ম সৈনিকদের আগামীর লড়াই কতটা জোরদার হয়।