আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩০ জুলাই: জবরদখল করে রাখা সরকারি জায়গা ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। তবে ব্যারাকপুর লোকসভার বিভিন্ন পুরসভার অন্তর্গত একাধিক জায়গায় হকার উচ্ছেদের ক্ষেত্রে বুলডোজারের দেখা মিলেছে। এখনো পর্যন্ত ভাটপাড়া পুরসভার অন্তর্গত কোন জায়গাতেই উচ্ছেদ হটাতে পৌরসভাকে জোর খাটাতে হয়নি। তবুও হকারদের পাশে দাঁড়িয়ে এবার ভাটপাড়া পুরসভায় চেয়ারম্যান রেবা রাহার কাছে ডেপুটেশন দিল বাম নেতৃত্ব। ভাটপাড়া পুরসভার গেটের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায় ও অন্যান্য কর্মীরা। এই বিষয়ে সিটু নেত্রী বলেন, আমরা হকারদের পাশে দাঁড়িয়ে সর্বত্র লড়াই করছি। চেয়ারম্যানের সাথে কথা বললাম। উনি তেমন কোনো সদুত্তর দিতে পারিনি।
অন্যদিকে ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সবদিক চিন্তা-ভাবনা করেন। স্থায়ী পুনর্বাসন দিয়ে তবেই সব রকম সিদ্ধান্ত নেওয়া হবে। আগে থেকেই সরকারি নিয়ম সবাই মেনে নিয়েছে।