Vidyasagar, Mecheda, বিদ্যাসাগরের ১৩৪তম প্রয়াণ দিবস পালন মেচেদা কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৯ জুলাই: ভারতীয় নবজাগরণের পথিকৃৎ মহান মানবতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৪ তম প্রয়াণ দিবসে আজ মেচেদা কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেচেদায় বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে এক শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সহ সভাপতি ডাঃ বিশ্বনাথ পড়িয়া। বিদ্যাসাগরের জীবনের নানান দিক নিয়ে আলোচনা করেন অ্যাসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট সমাজসেবী গণেন রায়, ডাঃ রমেশ চন্দ্র বেরা, শিক্ষক পরেশ বেরা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সম্পাদক ডাঃ কালিশঙ্কর পাত্র।

অন্যদিকে ডাঃ নরমান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকেও ট্রাস্ট ভবনে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। বিদ্যাসাগরের চরিত্রের নানান দিক নিয়ে আলোচনা করেন প্রতিষ্ঠানের ডিরেক্টর ডাঃ অশোক সামন্ত। অনুষ্ঠানে সঙ্গীত, আবৃত্তি, গীতি আলেখ্য পরিবেশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *