আমাদের ভারত, ব্যারাকপুর, ২২ ফেব্রুয়ারি: দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে দুটি ঘর নিয়ে টিটাগড় ৯ নম্বর ওয়ার্ডের এ এন দেওপথ এলাকায় পরিবার নিয়ে বসবাস করছেন বর্তমানে টিটাগড় পুরসভার পুরপ্রধান কমলেশ সাউ। বাড়ির মালিক রাজেশ্বরী সাঁধুখার চারটি ঘরের মধ্যে একটি ঘরেই ভাড়া থাকেন পুরপ্রধানের পরিবার।
বাড়ির মালিকের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাড়া দেন না পুরপ্রধান।বর্তমানে নিজের ক্ষমতার জোরেই জোর করে গোটা এলাকাটি জবরদখল করতে চাইছেন তিনি। এমনকি তিনি যখন বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হয়েছেন তখনও পুলিশ তাকে সহযোগিতা করেনি। স্থানীয় বিধায়ককে বিষয়টি জানানোর চেষ্টা করলেও বাধা পেয়েছেন ওই মহিলা। তিনি আরো বলেন, আমার অনুমতি ছাড়া জোর করে ঘরগুলি নিজেদের মতো গুছিয়ে নিচ্ছে ওরা।
যদিও গোটা বিষয়টি অস্বীকার করে পুরপ্রধান কমলেশ সাউ বলেন, আমি অনেকবার উনার সাথে আলোচনা করার চেষ্টা করেছি। কিন্তু উনি কোনো বিষয়ে কোনো উত্তর দেননি।আমার বাবা অসুস্থ তাই থাকার উপযুক্ত করার জন্য ঘরগুলি মেরামত করছি।জবরদখলের কোনো প্রসঙ্গই এখানে ওঠে না।