Hemant, Assam, বড় পদক্ষেপ! অসম বিধানসভায় জুম্মার নমাজের বিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত হিমন্ত বিশ্ব শর্মার

আমাদের ভারত, ২২ ফেব্রুয়ারি: বিধানসভা অধিবেশনে জুম্মার নমাজ পাঠের প্রচলিত দু’ঘণ্টার বিরতি তুলে নেওয়া হল অসমে। শুক্রবার এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বিধানসভায়। গত আগস্টে পাস হওয়া একটি প্রস্তাবের ভিত্তিতে এই পদক্ষেপ বলে দাবি করেছে বিজেপি সরকার।

অসমের মুখ্যমন্ত্রীর হিমন্ত বিশ্ব শর্মা এই বিষয় নিয়ে আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। তাতে তিনি লিখেছিলেন, আমরা কাজকে অগ্রাধিকার দিতে চাই। তাই অসম বিধানসভায় জুম্মার নমাজে দু’ঘণ্টার বিরতির প্রথা তুলে দেওয়া হচ্ছে। মুছে ফেলা হচ্ছে উপনিবেশিকতার আরো একটি চিহ্ন।” ১৯৩৭ সালে মুসলিম লিগের সৈয়দ উল্লাহ এই প্রথা চালু করেছিলেন।

নমাজের বিরতি তুলে নেওয়ার মতো এই ঐতিহাসিক পদক্ষেপ নিতে সহায়তার জন্য অসম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দইমারী সহ শাসক শিবিরের বিধায়কদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা।

তবে জুম্মার নমাজের দু’ঘণ্টার অধিবেশনের বিরতি রীতির পুর্নবিবেচনার জন্য গত এপ্রিলে অসম বিধানসভার স্পিকার সাত সদস্যের একটি কমিটি গঠন করেছিলেন। কমিটিতে বিভিন্ন দলের বিধায়করা ছিলেন। কয়েক দফা বৈঠকে কমিটির সব সদস্যই- এর পক্ষে সায় দেন। তারা ব্রিটিশ আমলের এই প্রথাকে তুলে দিতে সম্মত হয়েছিলেন বলে হিমন্ত সরকারের দাবি। কমিটি রিপোর্টের ভিত্তিতে শুক্রবার বাজেট অধিবেশন পর্ব থেকে উঠে গেল জুম্মার নামাজের দু’ঘণ্টা বিরতি।

প্রায় নয় দশকের পুরনো এই প্রথা তুলে নেওয়ায় সরকারের সমালোচনায় মুখর হয়েছেন অসমের অন্যতম বিরোধী দল এআইইউডিএফ। তাদের দাবি,সংখ্যাগরিষ্ঠতার জোরে একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ১২৬ আসনের অসম বিধানসভার প্রায় ৩০ জন মুসলিম বিধায়ক সমস্যায় পড়বেন বলে অভিযোগ। বিধানসভায় কংগ্রেসের তরফে মুসলিম বিধায়কদের জন্য বিধানসভা ভবনের কাছাকাছি নমাজ পড়ার ব্যবস্থা করার দাবি তোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *