Karat, Trump, সিপিআই(এম)’র পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনে ট্রাম্পের সমালোচনায় মুখর কারাত

আমাাদের ভারত, ২২ ফেব্রুয়ারি: “আমেরিকার রাষ্ট্রপতি পদে ফের বসেই ট্রাম্প এমন সব সিদ্ধান্ত ঘোষণা শুরু করেছেন যাতে আন্তর্জাতিক সম্পর্কে টালমাটাল অবস্থা তৈরি হয়েছে।” শনিবার ডানকুনিতে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পশ্চিমবঙ্গ রাজ্য ২৭তম সম্মেলনে উদ্বোধনী ভাষণ দিয়ে আন্তর্জাতিক ও জাতীয় পরিপ্রেক্ষিত উল্লেখ করে এই মন্তব্য করেন প্রকাশ কারাত।

তিনি বলেছেন, “সাম্রাজ্যবাদী শিবিরের মধ্যে স্তিমিত দ্বন্দ্ব নতুন করে মাথা চাড়া দিচ্ছে, বিশ্বে নতুন করে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে সাম্রাজ্যবাদের সঙ্গে উন্নয়নশীল দেশগুলির দ্বন্দ্ব এবং সাম্রাজ্যবাদের সঙ্গে সমাজতন্ত্রের দ্বন্দ্ব তীব্র হচ্ছে। গাজায় মানুষকে উৎখাত করে দখলের মন্তব্য করে কিংবা দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের পক্ষে জাতিস্বাভিমানি ঘোষণায় সেদেশে সব সাহায্য বন্ধের ঘোষণা বুঝিয়ে দিচ্ছে সাম্রাজ্যবাদের সঙ্গে উন্নয়নশীল দেশের দ্বন্দ্ব আরও বাড়বে।

প্রকাশ কারাত বলেন, “অন্যদিকে চীনের বিরুদ্ধে শুল্ক এবং বাণিজ্য যুদ্ধের হুমকি দিয়ে সমাজতন্ত্রের সঙ্গে সংঘাত তীব্র করার ইঙ্গিতও দিচ্ছে। এটাই বিশ্ব রাজনীতিতে ‘ট্রাম্পইজম’এর প্রভাব।

নয়া উদারনীতির সঙ্কটে নয়া ফ্যাসিবাদের উত্থান ঘটছে বলে জানিয়েছেন প্রকাশ কারাত। তিনি বলেছেন, ইউরোপের বিভিন্ন দেশে কোথাও গত শতাব্দীর তিরিশের দশকের ফ্যাসিবাদের উত্তরসুরী হিসাবে, আবার কোথাও অন্য রূপে নয়া ফ্যাসিবাদ মাথা তুলছে।

এই সঙ্গে তাঁর দাবি, ”তবে এর মানে এই নয় যে বামপন্থীরা পরাস্ত হয়ে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। কলম্বিয়া, উরুগুয়ে, মেক্সিকো এমনকি আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাতে বামপন্থীরা সরকারে আসীন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *