আমাদের ভারত, ২২ ফেব্রুয়ারি: ভারতে বিজেপি, আরএসএস বাংলাদেশের ঘটনা ঘিরে যে প্রচার করছে তা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের বাঁচাতে নয়, ভারতের সংখ্যালঘু মুসলিমদের আক্রমণ করতে। শনিবার ডানকুনিতে সিপিআই (এম)’র পশ্চিমবঙ্গ রাজ্য ২৭তম সম্মেলনে এ কথা বলেন দলের কেন্দ্রীয় কমিটির কো অর্ডিনেটর প্রকাশ কারাত।
কারাত বলেন, “বাংলাদেশে হাসিনা সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভকে কাজে লাগিয়ে সাম্রাজ্যবাদী মদতে দক্ষিণপন্থী ইসলামিক মৌলবাদীরা ক্ষমতায় বসেছে এবং ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের ধারণাকে আক্রমণ করছে।”
শনিবার পতাকা উত্তোলন ও শহিদ বেদীতে মাল্যদানের মধ্যে দিয়ে শুরু হয় সম্মেলন। প্রবীন সিপিআই (এম) নেতা বিমান বসু পার্টির রক্ত পতাকা উত্তোলন করেন এবং তারপরে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-সহ নেতৃবৃন্দ শহিদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
ভারতের মোদী সরকারকে বিশ্বব্যাপী চরম দক্ষিণপন্থীদের অংশ হিসাবে চিহ্নিত করে প্রকাশ কারাত বলেন, তৃতীয় দফায় সরকারে আসীন হয়ে মোদী সরকার ভারত রাষ্ট্রে সাম্প্রদায়িক হিন্দুত্ব কায়েম করার কাজে এতটুকুও ক্ষান্তি দেয়নি। নয়া উদারনীতি রূপায়ণেও তারা যে তীব্রভাবে এগোতে চায় তাও এবারের বাজেটে স্পষ্ট।