Selim, CPM, TMC, বামপন্থীদের দুর্বল করতে তৃণমূলের কাছে অর্থ এসেছিল, অভিযোগ সেলিমের

আমাদের ভারত, ২২ ফেব্রুয়ারি: “পশ্চিমবঙ্গে বামপন্থীদের দুর্বল করার জন্য তৃণমূল সাম্রাজ্যবাদীদের প্রকল্পের অংশ। লাল হঠাও বলে বামপন্থীদের দুর্বল করতে তাদের কাছে নানা জায়গা থেকে অর্থ এসেছিল।” শনিবার সিপিআই (এম)-এর রাজ্য সম্মেলনে খসড়া রাজনৈতিক সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

তিনি বলেন, গণতন্ত্র রফতানির নামে বামপন্থীদের দুর্বল করতে এভাবে বিদেশী ফান্ডিংয়ের বিরোধিতা আমরা কমিউনিস্টরা বরাবর জোর গলায় করে এসেছি। বামপন্থীরা দুর্বল হলে ঢেঁকির উল্টোদিকে দক্ষিণপন্থীরা সবল হয়। এভাবেই ভারতের বুকে দক্ষিণপন্থার বিপদ পাখা মেলছে।

সেলিম বলেন, “পারস্য উপসাগরীয় অঞ্চলের মতো এই বিপদকে ভারতীয় উপমহাদেশে আমরা কায়েম হতে দিতে পারি না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *