আমাদের ভারত, ২২ ফেব্রুয়ারি: “ট্রাম্প যেভাবে এলন মাস্ককে সরকারি ক্ষমতায় ভাগীদার করে তুলেছেন, সেভাবেই মোদীও তাঁর ঘনিষ্ঠ শিল্পপতিদের লুটের খোলা বন্দোবস্ত করে দিচ্ছেন।” শনিবার ডানকুনিতে সিপিআই (এম)-এর রাজ্য সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে এই অভিযোগ করেন দলের কেন্দ্রীয় কমিটির কোঅর্ডিনেটর প্রকাশ কারাত।
কারাত নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দেগে বলেন, “তাছাড়া স্বৈরতান্ত্রিক আক্রমণে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিতে দখলদারি করছেন, বিরোধীদের জেলে পুরছেন, টাকার ব্যবহার ও মিডিয়া এবং নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করে নির্বাচনেও জিতছেন।”
প্রকাশ কারাত অভিযোগ করেন, “নয়া ফ্যাসিবাদীরা এভাবেই সংসদীয় ব্যবস্থাকে খাতায় কলমে জিইয়ে রেখেই ক্ষমতা দখল করে। ভারতে সেই নয়া ফ্যাসিবাদের উত্থান ঘটছে, এখনই সতর্ক হয়ে তাকে থামাতে হবে।”
তিনি বলেন, গত লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া ব্লক গঠনের মধ্য দিয়ে বিরোধীদের ঐক্যবদ্ধ করে বিজেপি’র সংখ্যাগরিষ্ঠতা অর্জন ঠেকানো গেছে। ধর্মনিরপেক্ষ শক্তিগুলির বৃহত্তর ঐক্য- এর জন্যই জরুরি। কিন্তু সিপিআই (এম)’র স্বাধীন শক্তি বৃদ্ধি ও বামপন্থীদের শক্তিশালী করার ক্ষেত্রে আমাদের ঘাটতি রয়েছে।