আমাদের ভারত, ২২ ফেব্রুয়ারি: “আরএসএস-এর সাম্প্রদায়িক মতাদর্শ এখন দেশের নানা প্রান্তে জনভিত্তি পেয়েছে। এই আদর্শের বিরুদ্ধে লড়তে গেলে সিপিআই (এম)’র স্বাধীন শক্তি ও বামপন্থীদের শক্তিশালী করা প্রয়োজন”। শনিবার ডানকুনিতে সিপিআই (এম)-এর রাজ্য সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে এই অভিযোগ করেন দলের কেন্দ্রীয় কমিটির কোঅর্ডিনেটর প্রকাশ কারাত।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গে বামশক্তি বৃদ্ধির প্রয়োজনীয়তা উল্লেখ করে কারাত এদিন বলেন, পশ্চিমবঙ্গের কমিউনিস্ট ও বাম আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস সব সময়েই সারা দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি সমাবেশে বলেন, “এখনকার পরিস্থিতিতে এরাজ্যে বিজেপি এবং তৃণমূল দুইয়ের বিরুদ্ধেই বামপন্থীদের লড়াই করতে হচ্ছে, কারণ এরাজ্যে করাপ্ট- ক্রিমিনাল শাসন চলছে, বামপন্থী কর্মীরা হিংসাত্মক আক্রমণের মুখে পড়ছে। তার মধ্যেও বিগত তিন বছরে এরাজ্যে সিপিআই (এম) শ্রেণি ও গণসংগ্রাম সংগঠিত করতে অগ্রগতি ঘটিয়েছে। বিশেষত আর জি কর আন্দোলনে বামপন্থীদের ভূমিকার জন্য আপনাদের অভিনন্দন।”