আমাদের ভারত, ২২ ফেব্রুয়ারি: ভারত সরকার সরকারি প্রশাসনে প্রধানমন্ত্রীর উৎকর্ষতা পুরস্কার, ২০২৪-এ অনুমোদন দিয়েছে। দেশজুড়ে সিভিল সার্ভেন্টদের মধ্যে যাঁরা দৃষ্টান্তযোগ্য এবং উল্লেখযোগ্য কাজ করে চলেছেন, তার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের মধ্যে তিনটি শ্রেণিবিভাগ রয়েছে। এগুলি হল :
(১) ১১টি অগ্রাধিকারপ্রাপ্ত কর্মসূচির আওতায় জেলাগুলির সর্বাত্মক উন্নয়ন। এই শ্রেণিতে পাঁচটি পুরস্কার দেওয়া হবে।
(২) উচ্চাকাঙ্ক্ষী ব্লক কর্মসূচি। এই শ্রেণিতেও পাঁচটি পুরস্কার প্রদান করা হবে।
(৩) কেন্দ্রীয় মন্ত্রক/ রাজ্য সরকারি দপ্তর, জেলা দপ্তরের জন্য উদ্ভাবন। এই শ্রেণিতে ছয়টি পুরস্কার প্রদান করা হবে।
২০ জানুয়ারি, ২০২৫ তারিখে PM Awards পোর্টালের সূচনা করা হয়েছে। ২৭ জানুয়ারি, ২০২৫ থেকে ২১ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত এই পোর্টালের মাধ্যমে নথিভুক্তি ও মনোনয়ন পেশের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
পুরস্কারের মধ্যে রয়েছে একটি ট্রফি, শংসাপত্র এবং পুরস্কারপ্রাপ্ত জেলা/ সংস্থাকে ২০ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে, যা জনকল্যাণমূলক প্রকল্পে ব্যয় করা হবে।
২১ এপ্রিল, ২০২৫ তারিখে সিভিল সার্ভিসেস দিবসে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।