কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: “আর জি কর দিচ্ছে ডাক অভয়া বিচার পাক, এন আর এস দিচ্ছে ডাক অভয়া বিচার পাক।”
এই দাবিতে বাংলার সাধারণ মানুষ জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে ছিলেন এবং আছেন। সারা বাংলা উত্তাল হয়েছে, হয়েছে গণ প্রতিবাদ।
এনআরএস মেডিক্যাল কলেজ থেকে জুনিয়র ডাক্তাররা ঘাটালে এলেন প্লাবিত এলাকার মানুষজনকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য। ঘাটালের বিশালাক্ষী মন্দিরে মেডিকেল ক্যাম্প করেন। তাঁরা জানান, অভয়ার বিচারের দাবিতে তাদের আন্দোলন ৪৬ দিন হলো। তাদের আন্দোলনকে সাধারণ মানুষ সমর্থন করেছেন, পাশে ছিলেন এবং পাশে আছেন।
বন্যা পরিস্থিতিতে গ্রাম বাংলার মানুষকে চিকিৎসা পরিষেবা এবং ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য তারা এসেছেন। অভয়া ক্লিনিক এবং ত্রাণের মাধ্যমে তারা বন্যা প্লাবিত এলাকার মানুষকে সহায়তা করতে এসেছেন। মেডিকেল ক্যাম্পের পাশাপাশি ত্রাণও বিতরণ করেন বন্যা কবলিত এলাকায়। তারা বলেন, “অভয়া বিচার পাক।
অভয়া দিচ্ছে ডাক, গ্রাম বাংলা সুস্থ থাক।”