Abhiksha 2024, ২৯শে ‘অভীক্ষা ২০২৪’-এ বসতে আবেদন ৩,৩৩৩ জনের

আমাদের ভারত, ২৪ সেপ্টেম্বর: রবিবার, ২৯ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে রাজ্য জুড়ে এ পি সি রায় ফাউন্ডেশন- এর তরফ থেকে আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিভা অন্বেষণ ২০২৪ পরীক্ষা নেওয়া হবে। নাম দেওয়া হয়েছে ‘অভীক্ষা ২০২৪’।

এ পি সি রায় ফাউন্ডেশনের সম্পাদক বিদ্যুৎ মজুমদার এই প্রতিবেদককে জানান, “রাজ্যের ১৩টি জেলার ৩,৩৩৩ জন ছাত্র-ছাত্রীর এই পরীক্ষায় বসার কথা। রাজ্যে মোট ৪৩টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। ডাকঘরের মাধ্যমে রেজিস্ট্রি করে সব জায়গায় প্রশ্ন পাঠিয়ে দেওয়া হয়েছে। দুই একদিনে সব জেলায় প্রশ্ন পৌঁছে যাবে।

এ পি সি রায় ফাউন্ডেশনের তরফ থেকে এটা প্রথম পদক্ষেপ। আগামী ১৫ ডিসেম্বর এই ফাউন্ডেশনের তরফ থেকে সারা রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের মহড়া নেওয়া হবে। চতুর্থ ও অষ্টম শ্রেণির প্রশ্ন তৈরি করার সঙ্গে রাজ্যের প্রায় ৪২ জন শিক্ষক-শিক্ষিকা যুক্ত রয়েছেন।

ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে পরীক্ষার আগে চতুর্থ ও অষ্টম শ্রেণির জন্য তিনটি করে মডেল সেট পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রতি সেন্টারের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার দেওয়া হবে। জেলা স্তরের চতুর্থ ও অষ্টম শ্রেণির প্রথম পাঁচজনকে পুরস্কার দেওয়া হবে এবং রাজ্য স্তরের দুটো ক্লাসেরই প্রথম ১০ জনকে পুরস্কার দেওয়া হবে।

এ পি সি রায় ফাউন্ডেশনের অছি পরিষদের সদস্য তথা অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের রাজ্য সাধারণ সম্পাদক বাপি প্রামাণিক এই প্রতিবেদককে জানান, “যেসব ছাত্র-ছাত্রী ৫০ শতাংশের উপরে নম্বর পাবে, তাদের শংসাপত্র দেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *