Sukanta, Siliguri, আর জি কর কান্ড ও রাজ্যে নারী নির্যাতনের প্রতিবাদ, সুকান্ত মজুমদারের নেতৃত্বে শিলিগুড়িতে বিরাট মিছিল বিজেপির

আমাদের ভারত, ২৪ সেপ্টেম্বর: আর জি কর কাণ্ড সহ উত্তরবঙ্গের নির্যাতিতাদের বিচারের দাবিতে মঙ্গলবার শিলিগুড়িতে ঝাঁটা হাতে এক প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল বিজেপি। বিকেলে বাঘাযতীন পার্ক থেকে মিছিল শুরু হয়, শেষ হয় হিলকার্ট রোডের এয়ার ভিউ মোরে। এই মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মিছিলে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, সাংসদ জয়ন্ত রায়, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, বিধায়ক আনন্দময় বর্মন সহ বিজেপির জেলা নেতৃত্ব।

এদিনের মিছিলে ঝাঁটা হাতে দলের মহিলা কর্মীদের মিছিল করতে দেখা গেছে। বিজেপির কর্মী সমর্থকদের এই মিছিল থেকে আওয়াজ ওঠে, “দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ।” সুকান্ত মজুমদার বলেছেন, এরাজ্যে নির্যাতিতারা বিচার পায় না। কারণ তথ্য প্রমাণ লোপাট করা হয়। পুলিশ প্রশাসনকে ব্যবহার করে শাসক দল একের পর এক দুর্নীতি ও অপকর্ম করে চলেছে। ভেঙে পড়েছে স্বাস্থ্য পরীকাঠামো। মেডিকেল কলেজগুলিতে নিজেদের রাজত্ব কায়েম করে থ্রেট কালচারের মতো অপসংস্কৃতির জন্ম দিয়েছে তৃণমূল কংগ্রেস। এর দায় সম্পূর্ণ ভাবে বর্তায় মুখ্যমন্ত্রীর উপর।

একই সঙ্গে উত্তরবঙ্গ লবির মাথা চিকিৎসক সুকান্ত রায় সহ অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের দাবিতেও সরব হয়েছেন সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, ওষুধে বিপুল পরিমাণ ভেজাল থাকার কারণে সরকারি হাসপাতালে রোগী মৃত্যু হার বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *