পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ ফেব্রুয়ারি: বুধবার তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের জেলা কার্যালয়ের উদ্বোধন হলো মেদিনীপুর শহরের বিধাননগর এলাকায়।
মূলত, কেন্দ্রীয় সরকার অনুমোদিত এই সংস্থা কেন্দ্রীয় সরকারের কৃষি সংক্রান্ত নানা উন্নয়নমূলক প্রকল্প জনসাধারণের কাছে পৌঁছে দেবে। এছাড়াও, বেটি বাঁচাও বেটি পড়াও, সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মতো বিভিন্ন কর্মসূচি নিয়েও তাঁরা কাজ করবেন বলে জানিয়েছেন।