পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ ফেব্রুয়ারি: জেলার বিভিন্ন ব্যবসায়ীদের সংগঠিত করতে সমস্ত ব্যবসায়ীদের নিয়ে জেলা কমিটি গঠনের উদ্যোগ নিল ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বৃহস্পতিবার মেদিনীপুর শহরে জেলা কমিটি গঠনের পূর্বে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এদিন জেলার বিভিন্ন ব্লক থেকে ৫৬টি সংগঠনের প্রতিনিধিরা এই সভায় যোগ দেন। মূলত আগামী দিনে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে একত্রিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ সহ আন্দোলন কর্মসূচি পালন করার লক্ষ্যে এই জেলা কমিটি গঠন বলে জানিয়েছেন ডিসিসিআই- এর সভাপতি ত্রীনাথ চ্যাটার্জি এবং সম্পাদক চন্দন রায়।