গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১৯ জানুয়ারি: স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করতে নিজেই হাজির হয় স্বামী। ঘটনায় এলাকায় তীব্র চঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার আরামবাগ থানার সালেপুর দাশপাড়া এলাকায়। মৃত মহিলার নাম মিঠু দাস, বয়স ৩৫ বছর। তার স্বামীর নাম রঞ্জিত দাস।
জানাগেছে, ১৫ বছর আগে রঞ্জিত দাসের সঙ্গে গোঘাটের পাতুলসারা এলাকার মিঠু দাসের ভালবাসা করে বিয়ে হয়। বিয়ের পর এক বছর যেতে না যেতেই দু’জনের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়। গত শনিবার স্বামী-স্ত্রীর মধ্যে ব্যাপক অশান্তি হয়। রবিবার সকালে হঠাৎ রঞ্জিত দাস আরামবাগ থানায় হাজির হন। এরপর আরামবাগ থানার ডিউটি অফিসারকে বলে যে আমি স্ত্রীকে খুন করে আত্ম সমর্পণ করতে এসেছি। পরে পুলিশের কাছে রঞ্জিত দাস স্বীকার করে তার স্ত্রীকে শ্বাস রোধ করে সে খুন করেছে। এরপর রঞ্জিত দাসকে সঙ্গে নিয়ে পুলিশ তার বাড়ি থেকে মিঠু দাসের মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আরামবাগ মহকুমা মেডিকেল কলেজে পাঠানো হয়। পুলিশ রঞ্জিত দাসকে গ্রেফতার করে।