পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ জানুয়ারি: চন্দ্রকোনা রোডে ছোটদের অন্যতম বড়ো শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে করোনা পরবর্তীকালে উঠে এসেছে কিডজী স্কুল। আজ স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে চন্দ্রকোনা রোড অডিটোরিয়ামে শিশুদের জন্য সমাজ সচেতনতা ও সাংস্কৃতি বিকাশের পাঠ দেওয়া হয়। শুধুমাত্র আনন্দ অনুষ্ঠান হয়, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সংস্থার তরফে শতাধিক মানুষের হাতে শীতের জন্য কম্বল বিতরণ করা হয়।
সংস্থার তরফ থেকে জানানো হয়, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ছাড়াও তিন বছর থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত সমস্ত শিশুর সর্বাঙ্গীণ বিকাশ ইংরেজি মাধ্যমে করার লক্ষ্য নিয়ে প্রখ্যাত সংস্থা কীডজীর তত্ত্বাবধানে এগিয়ে চলেছে এই সংস্থা। সমস্ত প্রতিযোগীদের নিয়ে নাচ, গান, আবৃত্তির অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।