আমাদের ভারত, ২৬ মার্চ: “কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদ ইতিহাসে পরিণত হয়েছে।” সামাজিক মাধ্যমে এই মন্তব্য করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বুধবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “মোদী সরকারের ঐক্যবদ্ধ নীতি জম্মু ও কাশ্মীর থেকে বিচ্ছিন্নতাবাদকে উড়িয়ে দিয়েছে। হুরিয়তের সঙ্গে যুক্ত দুটি সংগঠন বিচ্ছিন্নতাবাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করে দিয়েছে।
ভারতের ঐক্যকে শক্তিশালী করার লক্ষ্যে এই পদক্ষেপকে আমি স্বাগত জানাই এবং এই ধরণের সমস্ত গোষ্ঠীকে এগিয়ে এসে বিচ্ছিন্নতাবাদকে চিরতরে ত্যাগ করার আহ্বান জানাই। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উন্নত, শান্তিপূর্ণ এবং ঐক্যবদ্ধ ভারত গড়ে তোলার দৃষ্টিভঙ্গির জন্য একটি বড় বিজয়।”