আমাদের ভারত, পূর্ব বর্ধমান, ১৬ ফেব্রুয়ারি: বেশ কিছু বাধা-বিপত্তি কাটিয়ে রবিবার আরএসএসের সভা হয়ে গেল বর্ধমানে। সেখানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখলেন সংঘ প্রধান মোহন ভাগবত। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক বঙ্গ পদ্ম নেতৃত্ব। হিন্দুদের উদ্দেশ্যে এদিন বড় বার্তা দেন সংঘ প্রধান।
বর্ধমানের সাই ময়দানে হাইকোর্টের নির্দেশে শর্ত মেনে আরএসএসের সভা ও অনুষ্ঠান হয়। মোহন ভাগবত বলেন, অনেকে প্রশ্ন করেন, হিন্দু সংগঠনগুলিকেই কেন আমরা গুরুত্ব দিই? তাদের জন্য আমার উত্তর এটাই যে, হিন্দু সমাজই দেশের মধ্যে দায়িত্ববান। আর তাই হিন্দুদের আমরা ঐক্যবদ্ধ করতে চাই। কারণ হিন্দুরাই ভারতবর্ষের উত্তরাধিকারী।
তিনি আরো বলেন, ভারতের প্রকৃতির সঙ্গে সমাজের একটি বিশেষ গোষ্ঠী মানিয়ে নিতে পারে না। তাই তারা আলাদা দেশ বানিয়েছে। কিন্তু হিন্দুরা গোটা বিশ্বের বৈচিত্র্যকে আপন করে নিয়েছে। আমরা প্রায়শই বলি, বৈচিত্রের মধ্যে ঐক্য। কিন্তু হিন্দুরা বোঝে বৈচিত্রের মধ্যে আসল একতা।
তিনি বলেন, ভারতের মহারাজা বা সম্রাটদের কথা কেউ মনে রাখেনি। সবাই মনে রেখেছেন যিনি ১৪ বছর বনবাসে গিয়েছিলেন তাঁকে। মোহন ভাগবত বলেন, এটাই ভারতের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য যিনি মেনে চলেন, তিনি প্রকৃত হিন্দু। গোটা দেশের বৈচিত্র্যকে এক সুতোয় বেঁধে রাখে হিন্দুরাই।
একই সঙ্গে সংঘ প্রধান বলেন, তবে কাউকে আঘাত দেওয়ার মতো কাজ কখনোই আমরা করব না। শাসকপক্ষ, প্রশাসন তাদের কর্তব্য পালন করে। দেশের জন্য কাজ করতে সকলকে এগিয়ে আসতে হবে।”
প্রসঙ্গত, এর আগে ৮ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান দেখা করেন আর জি কর- এর নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে। রাজারহাটের গেস্ট হাউসে অভয়ার মা-বাবার সঙ্গে দেখা করেন ভাগবত। বেশ কিছুক্ষণ কথা বলেন তাদের সঙ্গে। নির্যাতিতার সঙ্গে নৃশংস ঘটনার বিবরণ শুনে স্তম্ভিত হন তিনি। সমবেদনা জানান বাবা মাকে। আরএসএস- এর প্রধানের কাছে মেয়ের মৃত্যুর বিচারের দাবি জানিয়েছেন অভয়ার মা-বাবা। পাল্টা আশ্বাস দিয়েছেন ভাগবত। বর্তমানে আর সব কিছুর থেকে আর জি কর- এর বিচার সুনিশ্চিত করা গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।