পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: পথ দুর্ঘটনায় এক পূর্ণবয়স্ক হরিণের মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় এলাকায়।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে গোয়ালতোড়ের কেওয়াকোল গ্রামীণ হাসপাতালের সামনে গোয়ালতোড়- চন্দ্রকোনারোড রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় একটি পূর্ণবয়স্ক হরিণের। খবর পেয়ে ঘটনাস্থলে বন কর্মীরা গিয়ে ওই মৃত পূর্ণবয়স্ক হরিণটিকে উদ্ধার করে।