Sukanta, BJP, TMC, তৃণমূলকে ভাইরাস বলে কটাক্ষ, উপযুক্ত অ্যান্টিডোট দেওয়ার নিদান সুকান্তর

আমাদের ভারত, ১৬ ফেব্রুয়ারি: ২৬- এর ভোটের আগে রাজনৈতিক পারদ চড়তে শুরু করল। নদিয়ার শান্তিপুরে গিয়ে টিট ফর ট্যাটের বার্তা দিয়েছেন সুকান্ত মজুমদার। তৃণমূলকে ভাইরাস বলে কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর কথায়, যে ভাইরাস যে ওষুধে মরে সেই ওষুধ দিন, আপনাদের সাথে আছে বিজেপি। একই সঙ্গে পঞ্চায়েত সমিতিতে ভাঙ্গচুরের ঘটনায় মাধ্যমিক পরীক্ষার পর বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

গত ১২ জানুয়ারি তৃণমূল ব্যাপক ভাঙ্গচুর চালায় বিজেপি পরিচালিত শান্তিপুর পঞ্চায়েত সমিতির দপ্তরে বলে অভিযোগ ওঠে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সভাপতি ও সহ-সভাপতির ঘরে ঢুকে তাণ্ডব চালায়। চেয়ার টেবিল ভাঙ্গচুর করার পাশাপাশি সভাপতি ও সহ-সভাপতির নেমপ্লেট ভেঙ্গে দেওয়াল থেকে খুলে ফেলা হয়। জাতীয় পতাকার ওপর দিয়ে মাড়িয়ে যাওয়ার মত গুরুতর অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার শান্তিপুরে মিছিল করেন। এরপর পঞ্চায়েত সমিতির দপ্তরে পৌঁছে ফের ঘরের সামনের নেমপ্লেট লাগিয়ে দেন।

এরপর এক সভায় সুকান্ত মজুমদার বলেন, “আমার পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতির নেমপ্লেট খুলে নামিয়ে দিয়েছে, তাই তো? সেদিন হয়েছিল তো? এর উল্টো দৃশ্য আমরা দেখতে চাই। পরিষ্কার বলে দিচ্ছি এখন সময় এসে গেছে। ২৬- এর লড়াইয়ে তৃণমূল যদি ঢিল মারে তৃণমূলকে পাটকেল মারার ব্যবস্থা করুন। কিছুদিন আগে তৃণমূলের এক নেতা ফুটবল খেলার উদ্বোধন করতে গিয়ে বলেছেন, ফুটবল খেলায় রেফারি থাকে। বিরোধীদের পায়ে মারলে রেফারি বাঁশি বাজায়। এই ২৬- এর ভোটের আগে রেফারি থাকবে না, আমি বলেছিলাম মিডিয়াকে। এই মঞ্চ থেকে আবার বলে যাচ্ছি, কত ফুটবল খেলার ইচ্ছে আছে চলে এসো। যদি দম থাকে, বাপের বেটা হন পুলিশকে মাঝখান থেকে সরিয়ে দাও। তোমার পা ভেঙ্গে কিভাবে টুকরো করতে হয় বিজেপি দেখিয়ে দেবে। রামকৃষ্ণদেব পর্যন্ত বলে গেছেন ফোঁস করতে অসুবিধা নেই। সেই মতো ট্রিটমেন্ট করুন। আর ভালো ডাক্তার হন। যে রোগী যে ওষুধে ভালো হবে তাকে সেই ওষুধ দিলে আপনি ভাল ডাক্তার‌। তৃণমূল মানে হচ্ছে ভাইরাস। সেই ভাইরাসের জন্য যে অ্যান্টিডোট দেওয়া দরকার। আপনি দিন বিজেপি আপনার সঙ্গে আছে।”

শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে অবস্থান বিক্ষোভের নামে পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি সভাপতির ঘর ভাঙ্গচুর করে তৃণমূল কংগ্রেস। সেই ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেন বিজেপির রাজ্য সভাপতি। এই ঘটনায় প্রেক্ষিতে নদিয়ার ফুলিয়ায় কর্মিসভা করেন তিনি। ভাঙ্গচুর করা ঘর নিজে পরিদর্শন করে সহকারি সভাপতির নেমপ্লেট লাগিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *