Bangladesh, Hindu, অসহায় বাবা কাঁদছে, তবু মৌলবাদীরা জোর করে নাবালক ছেলেকে ধর্মান্তরিত করছে, বাংলাদেশের হিন্দু নির্যাতনের আরো এক ছবি প্রকাশ্যে

আমাদের ভারত, ২১ ফেব্রুয়ারি: বাবা অসহায় অবস্থায় চিৎকার করে কাঁদছেন। মৌলবাদীরা তার সামনে জোর করে নাবালক ছেলেকে ধর্মান্তরিত করা হচ্ছে। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের আরও এক ভয়ঙ্কর ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ক্রমশই সেখানে হিন্দুদের উপর নির্যাতন বাড়ছে, কোনভাবেই তা থামছে না। সেখানে অবাধে চলছে ধর্মান্তকরণ।

মা-বাবার সামনে জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হচ্ছে এক কিশোরকে। সামনে দাঁড়িয়ে দেখতে হচ্ছে অসহায় বাবা-মাকে। নতুন বাংলাদেশে হিন্দু শূন্য করতে নেমেছে জামাত ইসলামী বাংলাদেশ। বলা যায়, হিন্দু নিধন যোগ্য চলছে সেখানে। হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দুদের হত্যা করা হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের ঘর- বাড়ি মন্দির। এখনো যারা সে দেশে রয়েছে তাদের লাগাতার কোণঠাসা করা হচ্ছে। চাপ দেওয়া হচ্ছে ধর্মান্তকরণের জন্য।

বাংলাদেশের খুলনায় ধর্মান্তকরনের যে ঘটনাটি ঘটেছে। তা দেখে শিউরে উঠতে হয়। নাবালকের নাম অপূর্ব দাস, মাইকে তাকে দিয়ে বলানো হচ্ছে সে নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করছে। অথচ তার বাবা কেঁদে কেঁদে বলছে ছেলে কিছু বোঝে না ওকে আপনারা ছেড়ে দিন। অকথ্য নির্যাতন করা হচ্ছে বাবার সামনে তার ছেলেকে। জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে।

রংপুর, চাপাই নবাবগঞ্জ, রাজশাহীজুড়ে চলছে এই ধরনের নির্যাতন। বাড়ির কোনো না কোনো সদস্যকে অপহরণ করে চরম নির্যাতন করা হচ্ছে। এরপর গোটা পরিবারকে জোর করে, ধর্মান্তরিত করা হচ্ছে। এইসব জেলায় সম্পূর্ণভাবে হিন্দু শূন্য করার লক্ষ্য নিয়েছে উগ্র মৌলবাদী সংগঠনগুলো বলে জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *