পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২১ ফেব্রুয়ারি: গত কয়েক দিন ধরে হাতির হানা এলাকায়। ক্ষুব্দ হয়ে বনদপ্তরের অফিসে তালা লাগিয়ে বিক্ষোভে সাধারণ মানুষের।
জানাগেছে, কয়েকদিন ধরে ঝাড়গ্রামের লালগড় ব্লকের ভাউদি, লালগড়, শালবনি, ধরমপুর সহ একাধিক এলাকায় প্রায় ৫০ থেকে ৬০টি হাতি দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের। যার ফলে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি করছে হাতির দল। এর ফলে ক্ষুব্ধ এলাকার মানুষ। অভিযোগ বারংবার এলাকায় হাতি প্রবেশ করে ক্ষয়ক্ষতি করছে, তবুও হুঁশ নেই বনদপ্তরের। যার ফলে আজ এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ভাউদি বিট অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন।
পরিস্থিতি সামাল দিতে মোয়াতন করা হয়েছে লালগড় থানার পুলিশ।