সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৮ অক্টোবর: বিজেপি তৃতীয় বার হরিয়ানায় ক্ষমতা দখল করায় আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে বলে আশা প্রকাশ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।
সদ্য সমাপ্ত হরিয়ানা বিধানসভা নির্বাচনে আজ গণনা শুরু হয়। গণনায় বিজেপি তৃতীয়বার ক্ষমতায় নিশ্চিত হতেই বিজেপি কর্মীরা উল্লাসে ফেটে পড়েন। সকাল থেকেই বিজেপি কর্মীরা নূতনগঞ্জের দলীয় কার্যালয়ে ভিড় করেন।সবার চোখ টিভির পর্দায়।বেলা গড়াতেই বিজেপির জয়লাভ সুনিশ্চিত হতেই আনন্দে মেতে ওঠেন তারা।সুভাষবাবু সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে আশা প্রকাশ করে বলেন, হরিয়ানায় বিজেপির হ্যাটট্রিক। এই ফলাফল দেখেই বুঝতে পারা যাচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গেও বিজেপি ক্ষমতায় আসছে। তিনি দৃঢ়তার সাথে বলেন, সারা রাজ্যজুড়ে বিজেপির সদস্য পদ গ্ৰহণের যে আগ্রহ তা থেকেই এটা অনুমান করা যাচ্ছে, গ্রামে গঞ্জে বিজেপির প্রভাব কতটা মজবুত।
সম্প্রতি আর জি কর কান্ডের জেরে আন্দোলন ও ন্যায় বিচারের দাবিতে বিজেপির রাষ্ট্রপতির উদ্দেশ্যে গণ সাক্ষর অভিযানে কয়েক কোটি সই সংগ্রহ বড় সাফল্য বলে তিনি মন্তব্য করেন।