আশিস মণ্ডল, সিউড়ি, ৮ অক্টোবর: “এবারের পুজো অন্য রকম। পুজোর আগে আমরা আর জি করের তরুণী চিকিৎসককে হারিয়েছি। দেবী পক্ষে জয়নগরের ৯ বছরের নাবালিকা হারিয়েছি। তাই আমাদের পুজোর থিম আর জি কর। যতদিন বিচার না পাব ভারতীয় জনতা পার্টি রাস্তায় থাকব”। মঙ্গলবার বীরভূমের সিউড়িতে শ্যামাপ্রসাদ স্মারক স্মৃতি দুর্গা পুজোর উদ্বোধনে এসে একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এবছর দলের পক্ষ থেকে দুর্গা পুজোর আয়োজন করা হয়। পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, জেলা সভাপতি ধ্রুব সাহা, দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা, প্রাক্তন জেলা সভাপতি নির্মল মণ্ডল, শ্যামাপদ মণ্ডল।
উদ্বোধনের পর সুকান্ত মজুমদার বলেন, “পুলিশ এখন শিরদাঁড়া দেখে ভয় করছে। শ্রীরামপুরে আমাদের পুজো কমিটি থার্মকলের শিরদাঁড়া তৈরি করেছিল। পুলিশ ওই প্রতীকী শিরদাঁড়া সরিয়ে দিতে নির্দেশ দিয়েছে। আমরা পুলিশকে বলেছি শিরদাঁড়া আপনাদের দিয়ে দিচ্ছি। আপনারা পিসি ভাইপোকে দিয়ে আসুন। কারণ তাদের শিরদাঁড়া খুঁজে পাওয়া যাচ্ছে না।”