গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৮ অক্টোবর: এক নাবালিকাকে কু- প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠলো আরামবাগ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পোস্ট অফিস সংলগ্ন এলাকায়। অভিযুক্তকে ওই ওই কিশোরীর পরিবারের লোকজন সহ এলাকার মানুষজন জুতো দিয়ে মারধর করে। এই ঘটনায় কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ওই কিশোরীর মায়ের অভিযোগ, মঙ্গলবার একটি দোকানে আসবাবপত্র কিনতে পাঠিয়েছিল মেয়েকে। ওই দোকানদার তার মেয়েকে বাজে বাজে ও নানা ধরনের কু- প্রস্তাব দেয়। অভিযুক্তের সঙ্গে কলকাতায় দুর্গা ঠাকুর দেখতে যাবার প্রলোভন দেয়। এরপর ওই কিশোরী বাড়িতে এসে পরিবারের লোকজনকে সমস্ত ঘটনার কথা জানায়। তার মা সব কথা মেয়ের মুখে শুনে তিনি ও তার পরিবারের লোকজন ওই দোকানে গিয়ে দোকানদারকে জুতো নিয়ে মারধর করে। যদিও ওই সমস্ত ঘটনার কথা অস্বীকার করেছে দোকানদার।
ঘটনার খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।