আমাদের ভারত, ৩০ নভেম্বর: “প্রতিবাদ চলবে দাদা। থামবে না। আমরা প্রতিবাদ ছড়িয়ে দেব। কথা দিলাম। আপনি থাকবেন দাদা। আপনার প্রতিবাদ আরও অনেককে সাহস যোগাবে অত্যাচারিত শাসকদের বিরুদ্ধে মুখ খুলতে। লড়াইটা চলবে দাদা, কথা দিলাম।” শনিবার অবসরপ্রাপ্ত কলকাতার আইপিএস অফিসার পঙ্কজ দত্তর প্রয়াণে এই বার্তা দিয়েছেন বিধায়ক ও বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল।”
অগ্নিমিত্রা জানিয়েছেন, “বারাণসীর হাসপাতালে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।এই মৃত্যুর জন্য মমতা ব্যানার্জী ও তার দলদাস পুলিশ দায়ী। মমতা ব্যানার্জীর নির্দেশে বটতলা থানায় ডেকে ওনার উপর যে মানসিক নির্যাতন করা হয় তার জন্য মমতার প্রশাসন দায়ী। এটা নিছক কোনও মৃত্যু নয়,এটা পরিকল্পিত হত্যা।
রাজ্যে একের পর দুর্নীতি থেকে শুরু করে “অভয়ার” ধর্ষণ ও হত্যার ঘটনায় উনি শিখিয়েছিলেন কিভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে শিরদাঁড়া সোজা রেখে চোখে চোখ রেখে লড়াই করতে হয়। আপনার সঙ্গে একসাথে অনেক কাজ করার পরিকল্পনা ছিল পঙ্কজ দা। কিন্তুু সেটা হল না।আপনার থেকে শিখেছি কিভাবে প্রতিবাদ করতে হয়।
আপনার আত্মার চিরশান্তি কামনা করি। ওঁম শান্তি।”