আমাদের ভারত, ৩০ নভেম্বর: বাংলাদেশের হিন্দুদের জীবন মারাত্মক সঙ্কটের মধ্যে কাটছে। কোথাও বাড়িতে ঢুকে হিন্দু মহিলাদের গণধর্ষণের ঘটনা ঘটছে, কোথাও হিন্দু পুরুষদের গণধোলাই- এর শিকার হতে হচ্ছে। এমনই ভয়াবহ সন্ত্রাসের ভিডিও শেয়ার করা হয়েছে ভয়েস অফ বাংলাদেশি হিন্দু-ল এক্স হ্যান্ডেলে। তাদের তরফে আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি ট্রাম্পের কাছে সাহায্য চাওয়া হয়েছে।
আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতির উদ্দেশ্যে লেখা হয়েছে, প্রিয় প্রেসিডেন্ট ট্রাম্প আমি একজন বাংলাদেশি হিন্দু। বর্তমানে বাংলাদেশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সংখ্যালঘুরা গণহত্যার সম্মুখীন হচ্ছেন। হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের বাড়িতে লুকিয়ে আছে। তাদের আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে যাচ্ছে। বাংলাদেশি হিন্দুদের উপর হামলা চালাচ্ছে বর্তমান সরকারের নেতা মহম্মদ ইউনুসের অনুগামীরা। হিন্দু মন্দির ও গির্জা হামলার শিকার হচ্ছে। বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। হিন্দু নারীদের ধর্ষণ করা হচ্ছে। অনেক হিন্দু গণপিটুনির শিকার হয়েছে। এটা সুস্পষ্ট ভাবে মানবাধিকার লঙ্ঘন। হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিজের অধিকারের দাবি করার কারণে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘুরা আপনার সাহায্য চায়। আমরা বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে আপনার হস্তক্ষেপের আহ্বান জানাই। বাংলাদেশি সংখ্যালঘুদের সাহায্য করুন।
একাধিক ভিডিওর কোনটাতে এক মহিলার করুণ আর্তি শুনতে পাওয়া যাচ্ছে। বলা যাচ্ছে, পরিস্থিতি খুব খারাপ মুসলমানরা হিন্দুদের বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করছে। ভিডিওটি চট্টগ্রামের কোতোয়ালির বলে দাবি করা হয়েছে। দ্বিতীয় ভিডিওতে এক হিন্দু ব্যক্তিকে গণধোলাই এবং তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনা উঠে এসেছে। বিবরণে লেখা হয়েছে, ভিডিওটি ঠাকুরগাঁও এলাকার। বলা হয়েছে, এখানে মুসলমানদের একটি দল হিন্দুদের নির্মমভাবে মারধর করছে। অনেকেই গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। ইউনুস অনুগামী ইসলামপন্থীরা হিন্দুদের হত্যা করছে। ভয়েস অফ বাংলাদেশি হিন্দু নিরুপায় হয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্যে সাহায্যের কথা লিখেছেন।