আমাদের ভারত,ব্যারাকপুর, ৪ ডিসেম্বর: টিটাগড় ওয়াগন থেকে বেড়িয়ে টিটাগড় রেল স্টেশনে যাওয়ার পথে বিটি রোডের অপর আচমকা বিকল হয়ে গেল মাল গাড়ির আস্ত ইঞ্জিন। যার জেরে স্তব্ধ হয়ে যায় টিটাগড় বিটি রোড।
টিটাগড় ওয়াগন কর্তৃপক্ষের কাছে খবর গেলে সেখানকার ইঞ্জিনিয়াররা এসে মাল গাড়ির ইঞ্জিনটি সরানোর চেষ্টা করেন, কিন্তু কোনো লাভ হয়নি। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে ব্যস্ততম রাস্তা বিটি রোড। আটকে পরে স্কুলবাস সহ বিভিন্ন যানবাহন। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। ঘটনাস্থলে আসে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক পুলিশ। তারাও যানজট নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।
অবশেষে জেসিবি এনে ধাক্কা দিয়ে বিটি রোডের ওপর থেকে সরানো হয় হয় বিকল ইঞ্জিনকে। তারপর ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। তবে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা থেকে নিত্য যাত্রী সকলেই।