আমাদের ভারত, ব্যারাকপুর, ৪ ডিসেম্বর: ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের শ্যামনগর বাসুদেবপুর দিঘির পাড় এলাকায় পুর অঞ্চলের আবর্জনা ফেলে জোরকদমে চলছে জলাশয় ভরাটের কাজ। এক বিঘে আয়তনের জলাশয় ইতিমধ্যেই অবর্জনা ফেলে ভরাট হয়ে গিয়েছে।
অভিযোগ, অবাধে জলাশয় ভরাটের কাজ চললেও, স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে চেয়ারপার্সন কিংবা উপ-পুরপ্রধান অথবা এক্সিকিউটিভ অফিসার এখনও নিশ্চুপ। প্রশাসনেরও কোনও হেলদোল নেই বলে অভিযোগ। আবর্জনা খুঁড়ে পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার কথা বললেন ভাটপাড়ার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ।