Odisha border, Minister, আলু পাচার রুখতে ওড়িশা সীমান্ত পরিদর্শন মন্ত্রী বেচারাম মান্নার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ ডিসেম্বর: আলু নিয়ে উদ্বিগ্ন রাজ্য। মজুত আলুতে আর মাত্র ৪৫ দিন চলতে পারে। তাই কোনও ভাবেই যাতে আলু ভিন রাজ্যে না যায় সে ব্যাপারে দৃঢ় মনোভাব নিয়েছে রাজ্য সরকার। খড়্গপুর-বালেশ্বর জাতীয় সড়কের নারায়ণগড়ের বেলদা, দাঁতনের বামনপুকুর ও সোনাকোনিয়াতে নাকা পরিদর্শন করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। নাকাতে যাতে কোনও খামতি না থাকে সে দিকে বিশেষ নজর দিতে নির্দেশ দেন পুলিশকে।

এদিন প্রথমে বেলদার শ্যামপুরাতে নাকা পরিদর্শন করার পর দাঁতনে যান। নিজেই গাড়িতে কী বহন করা হচ্ছে তা খতিয়ে দেখেন। পুলিশের কাজে সন্তোষ প্রকাশ করেছেন মন্ত্রী। তিনি রাতেও নাকা তদারকির জন্য সোনাকোনিয়া এলাকায় থাকবেন বলে জানিয়েছেন। তিনি জানান, রাতে থেকে বর্ডার এলাকা পরিদর্শন করবো। কিছু ক্ষেত্রে অসাধু উপায়ে আলু পাচারের চেষ্টা চলছে। পুলিশের কড়া পদক্ষেপে তা হচ্ছে না। কোথাও যাতে ফাঁক না থাকে তা দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *