সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১ মার্চ: বিজ্ঞান সম্মত প্রশিক্ষণ, শংসাপত্র প্রদান ও সরকারি ক্ষেত্রে নিয়োগের দাবি জানিয়েছে প্রোগ্রেসিভ মেডিক্যাল প্র্যাক্টিসনার্স অ্যাসোসিয়েশন। আজ অ্যাসোসিয়েশনের ৫ম জেলা সম্মেলনে এই দাবি জানানো হয়েছে। বাঁকুড়া শহরের এক সভাগৃহে আয়োজিত সম্মেলনে জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় দুই শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
এদিনের সম্মেলনে অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি ডাঃ প্রাণতোষ মাইতি, সম্পাদক ডাঃ রবিউল আলম, রাজ্য নেতা ডাঃ তিমির কান্তি দাস, জেলা ডেপুটি সিএমওএইচ ডাঃ সজল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
অ্যাসোসিয়েশনের বাঁকুড়া জেলা সম্পাদক ডাঃ মোস্তাকিন আলী জানান, মেডিক্যাল প্রেক্টিসনার্সদের স্বাস্থ্য কর্মী হিসাবে এবং উপযুক্ত বিজ্ঞান সম্মত প্রশিক্ষণের ব্যবস্থা সরকারি স্তরে করার দাবি জনিয়ে এলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। মেলেনি শংসা পত্র।যার ফলে রাজ্যজুড়ে কয়েক হাজার মেডিক্যাল প্রেক্টিসনার্স বঞ্চিত।আজকের জেলা সম্মেলনে এই বিষয়ে আলোচনায় আগামী দিনের বৃহত্তর কর্মসূচি গৃহীত হয়।