Palta, Auto Union, পলতা অটো ইউনিয়নের আইএনটিটিইউসি’র সভাপতির প্রাণ যাওয়া ঘিরে রহস্য, পরিকল্পনা করে মারার অভিযোগ

আমাদের ভারত, ব্যারাকপুর, ১ মার্চ: পলতা অটো ইউনিয়নের আইএনটিটিইউসি’র সভাপতি হান্নান গাজীর মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধলো। তাঁর মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পিত খুন বলেই দাবি করলেন পরিবারের সদস্যরা।

নোয়াপাড়া বিধানসভার বাসিন্দা হান্নান গাজী গতকাল গভীর রাতে নিজের গ্যারেজ বন্ধ করে বাড়ি ফিরছিল। সেই সময় ব্যারাকপুর কালীয়ানি নিবাসের কাছে শিশু তীর্থ প্রাথমিক বিদ্যালয়ের সামনে পেছন থেকে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা মারে হান্নান গাজীকে। হান্নান গাজীর সঙ্গে ছিল বাবু নামে তার এক বন্ধু। অভিযোগ, অতো রাতে ওই গলির মধ্যে ইচ্ছাকৃতভাবে একটি চারচাকার গাড়ি ওই তৃণমূল নেতাকে ধাক্কা মেরে চলে যায়। বাবু আরও জানান যে, সে তৃণমূল নেতার সঙ্গে রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন, কিন্তু স্করপিও গাড়িটি কোনো হর্ন না দিয়ে ইচ্ছাকৃতভাবে তার মামাকে সজোরে ধাক্কা মারলে রাস্তায় পড়ে যান হান্নান গাজী। সেই সময় রাস্তায় কেউ না থাকায় বাড়ির লোককে ফোন করে খবর দেয়। সেই সময় গাড়িটি আবার ফিরে এসে সোজা বেরিয়ে যায়। এরপর তৃণমূল নেতার বাড়ির লোক এসে হান্নান গাজীকে বি এন বোস মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ।

তবে মৃত তৃণমূল নেতার পরিবারের দাবি, হান্নান গাজীর সঙ্গে যে ছিল সে সব জানে, কিন্তু আসল ঘটনা বলতে চাইছে না। তারা সঠিক তদন্তের দাবি করেছেন।

অপর দিকে বিজেপি নেতা অর্জুন সিং- এর দাবি, মৃত এই তৃণমূল নেতা দুষ্কৃতী মূলক কাজের সঙ্গে যুক্ত ছিল।

এটা দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত খুন সেটা খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *