Rally, Tarapeeth, চিকিৎসক তথা তৃণমূল বিধায়কের শাস্তির দাবি উঠল তারাপীঠে মোমবাতি মিছিলে

আশিস মণ্ডল, রামপুরহাট, ২৬ ডিসেম্বর: ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর প্রতিবাদে মোমবাতি মিছিল বের হলো তারাপীঠে। বৃহস্পতিবার সন্ধ্যায় মিছিলে মন্দিরের সেবাইত, তাদের স্ত্রী, শ্মশানের সাধু- সন্ত থেকে পা মেলান পুন্যার্থীদের একাংশ। পূর্বসাগর মোড় থেকে মিছিল বের হয়, তারপর তারাপীঠ পরিক্রমা করার পর ফের সেখানেই এসে মিছিল শেষ হয়। মিছিল থেকে দাবি ওঠে অভিযুক্ত চিকিৎসক তথা তৃণমূল বিধায়ক অশোক চট্টোপাধ্যায়ের শাস্তি চাই।

প্রসঙ্গত, গত শনিবার সকালে ভ্রূণ নষ্টের জন্য অস্ত্রোপচার করতে গিয়ে মৃত্যু হয় তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়ের স্ত্রী সুজাতা মুখোপাধ্যায়ের (৪৩)। তিনি রামপুরহাট ২ নম্বর ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা ছিলেন। অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই মৃত্যু হয়েছে সুজাতার। এই অভিযোগ এনে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠান তারাময়বাবু। একই অভিযোগ জমা দেওয়া হয় জেলা প্রশাসনের সর্বত্র। সুজাতাদেবীরর আত্মার শান্তি কামনায় এদিন মিছিল বের করা হয় তারাপীঠে। মিছিল থেকে দাবি ওঠে চিকিৎসক অশোক চট্টোপাধ্যায়ের শাস্তি চাই। সেই সঙ্গে ওই নার্সিং হোম বন্ধেরও দাবি তুলেছেন সেবাইতরা।

মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় বলেন, “অশোক চট্টোপাধ্যায় চিকিৎসক নন কসাই। আর তার নার্সিংহোম কসাইখানা। ওই নার্সিংহোমে প্রায় ভুল চিকিৎসায় মৃত্যু হয়। অধিকাংশ ক্ষেত্রে মস্তান দিয়ে ভয় দেখিয়ে, কিংবা টাকার বিনিময়ে জীবনের মূল্য নির্ধারণ করে ব্যবসা চালাচ্ছেন চিকিৎসক। আমাদের দাবি, অবিলম্বে ওই নার্সিংহোম বন্ধ করতে হবে। সেই সঙ্গে ভ্রূণ হত্যার দায়ে চিকিৎসকের লাইসেন্স বাতিল করতে হবে”।

কলকাতা থেকে আসা পুন্যার্থী বিশ্বেশ্বর চট্টোপাধ্যায় বলেন, “যারা মদ্যপ অবস্থায় চিকিৎসা করেন তাঁরা কসাইয়ের পর্যায়ে পরেন। সত্যিই যদি ওই চিকিৎসক মদ্যপান করে অস্ত্রোপচার করে থাকেন তাহলে তাঁর কঠোর শাস্তি হওয়া উচিত। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব এরকম কসাই চিকিৎসককে বিধায়ক পদ থেকে বরখাস্ত করুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *