Kolaghat, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় রাজ্যে তৃতীয় কোলাঘাটের অদ্রিশকে সম্বর্ধনা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৬ ডিসেম্বর: প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ (পশ্চিমবঙ্গ) পরিচালিত চতুর্থ শ্রেণির প্রাথমিক শেষ (বৃত্তি) পরীক্ষার ২০২৪ শিক্ষাবর্ষে তৃতীয় স্থানাধিকারী পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট চক্রের দিগলাবাড় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র অদ্রিশ ধাড়া। আজ পর্ষদের সিদ্ধা শশী শ্রীপতি বিদ্যাভবন সেন্টার কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সেন্টারের সেন্টার ইনচার্জ অর্ধেন্দু আদক, ইনভিজিলেটর কার্ত্তিক চন্দ্র হাজরা, সম্পাদক গোবিন্দ পড়িয়া ও জোনাল কমিটির সম্পাদক সুবল সামন্ত প্রমুখ।

অদ্রিশ ৪০০ নম্বরের পরীক্ষায় ৩৯৫ নম্বর পেয়েছে। অদ্রিশের পরিবার সূত্রে জানা গেছে, তার বাবা অশেষ ধাড়া ডিমারি হাইস্কুলে শিক্ষকতা করেন। মা পূরবী মাইতি ধাড়া স্থানীয় উত্তর জিঞাদা হাইস্কুলে শিক্ষকতা করেন। অদ্রিশ ছোটবেলা থেকে স্কুলের শিক্ষক- শিক্ষিকাদের কাছেই পড়াশোনা করত। মাঝে মাঝে মা-বাবার কাছ থেকে খানিকটা শিক্ষা সহায়তা নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *