পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ ডিসেম্বর: চন্দ্রকোনার আধকাটায় চন্দ্রকোনা-পলাশচাবড়ি রাজ্যসড়কে স্কুটির পেছনে পন্যবাহী ট্রাকের ধাক্কা। স্বাস্থ্য কর্মীর পায়ের উপর দিয়ে চলে যায় ট্রাক। ঘটনায় গুরুত্বর জখম স্বাস্থ্য কর্মীকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়,পলাশচাবড়ির দিক থেকে আধকাটা হয়ে চন্দ্রকোনার দিকে আসছিল স্কুটি ও পন্যবাহী ট্রাকটি। স্কুটির চালক রাস্তায় থাকা একটি গর্ত দেখে দাঁড়িয়ে গেলে পেছনে থাকা ট্রাকটি স্কুটির পেছনে ধাক্কা মারে। ঘটনায় স্কুুটিটি ট্রাকের সামনে পড়ে যায়। স্কুটির চালক ছিলেন এক মহিলা ও অপর এক মহিলা আরোহীও ছিল। স্কুটির চালক ট্রাকের সামনে পড়ে গেলে তার পায়ের উপর দিয়ে চলে যায় ট্রাকটি। বরাত জোরে রক্ষা পান স্কুটির অপর মহিলা আরোহী। স্কুটির চালকের দু’পায়ের উপর দিয়ে ট্রাক চলে যাওয়ায় গুরুতর জখম হন ওই মহিলা। অপর আরোহী সুরক্ষিত রয়েছেন।
ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখম মহিলাকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে স্কুটির চালককে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল সূত্রে জানাগেছে, জখম স্কুটি চালকের নাম মণীষা সাউ, তিনি চন্দ্রকোনার খানডাঙ্গা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মী।