আমাদের ভারত, ২৬ ডিসেম্বর: বঙ্গ বিজেপির অন্দরে সবথেকে বড় যে বিষয় নিয়ে এখন নাড়াচাড়া হচ্ছে, তা হল কে হবে বিজেপির রাজ্য সভাপতি? এই নিয়ে গুঞ্জন এখন প্রবল আকার ধারণ করেছে। কখনো আসছে শুভেন্দু অধিকারীর নাম, কখনো বা দিলীপ ঘোষ। কিন্তু এই আবহে বিষয়টি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার।
শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করার পক্ষে বারবার সাওয়াল করছেন তথাগত রায়, অর্জুন সিং-রা। তাঁদের দাবি, সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি থাকাকালীন বিজেপিকে ব্যর্থতা দেখতে হয়েছে। বিজেপির যেটুকু সাফল্য এসেছিল তা দিলীপ ঘোষ- এর জমানায়। যাকে দলের অন্যান্য নেতারা সাইড করে দিয়েছেন বলে অভিযোগ। ফলে এই পরিস্থিতিতে দিলীপ ঘোষের নামও ভেসে আসছে বলা যায়।
যে যার মতো পারছেন তেমনি নাম ভাসিয়ে দিচ্ছেন। আর তা নিয়ে সুকান্ত মজুমদার বলেন, প্রত্যেকের দায়বদ্ধতা থাকা উচিত। বিজেপির প্রতি সুকান্ত মজুমদারের দায়বদ্ধতা আছে। যদি একজন সাংসদও বিজেপির না থাকে, এটা যদিও হবে না, তবু কথার কথা বলছি, সুকান্ত তখনো বিজেপিই থাকবে।
কিন্তু সুকান্ত মজুমদারের এই মন্তব্য ঘিরেই জল্পনা এখন তুঙ্গে। তিনি কাকে নিশানা করেছেন?
বালুরঘাটের সাংসদের বক্তব্য, অটল বিহারী বাজপায়ীর নেতৃত্বে তৎকালীন নেতারা যারা জনসংঘের নেতা ছিলেন, পরবর্তী সময় যারা ভারতীয় জনতা পার্টি তৈরি করেছিলেন, আমি তাদের ইতিহাস এবং আদর্শের প্রতি দায়বদ্ধতা সবার সামনে এনেছি। দায়বদ্ধতা প্রত্যেকেরই থাকা উচিত। যারা বিভিন্ন দল করেন সেই দলের প্রতি থাকা উচিত।” কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্য ঘিরেই এখন বঙ্গ বিজেপির অন্দরে তুমুল আলোচনা শুরু হয়েছে।