Leopard, Tea garden, চা বাগানে খাঁচাবন্দি হলো চিতাবাঘ

আমাদের ভারত, আলিপুরদুয়ার, ২৬ ডিসেম্বর:
আলিপুরদুয়ারের মথুরা চাবাগানের ১৭ নম্বর সেকশনে খাঁচাবন্দি হল চিতাবাঘ বা লেপার্ড। বৃহস্পতিবার সকালে লেপার্ডটি খাঁচাবন্দি হলে স্থানীয় বাসিন্দারা বনদফতরকে খবর দেয়। বনকর্মীরা এসে লেপার্ডটিকে উদ্ধার করে নিয়ে যায়।

কখনও তুলে নিচ্ছিল ছাগল। কখনও বা কুকুর মেরে ফেলছিল। সেই চিতার আতঙ্কে রীতিমতো বাইরে পা ফেলতে ভয় পাচ্ছিলেন এলাকাবাসীরা। নওয়া-খাওয়া ঘুম উড়েছিল তাঁদের। কাজ কর্মে বেরতেও পারছিলেন না তাঁরা। অবশেষে স্বস্তি।

বনদফতর সূত্রে জানা গিয়েছে, লেপার্ডটিকে প্রাথমিক চিকিৎসার পর চিলাপাতা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

চিতাবাঘের ভয়ে কাজে বেরতে পারছিলেন না চা বাগানের শ্রমিকরা। বিষয়টি জানানো হয়েছিল বনদফতরে। যার জেরে খাঁচা বসানো হয়। এরপর সেই খাঁচায় এদিন ধরা পড়ে পূর্ণ বয়স্ক একটি লেপার্ড। এই নিয়ে মথুরা চা বাগানে তিনটি লেপার্ড ধরা পড়ল। স্থানীয় বাসিন্দাদের দাবি, আরও লেপার্ড রয়েছে। এই লেপার্ডটি খাঁচাবন্দি হওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে স্থানীয় বাসিন্দা ও চা শ্রমিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *