Central Government, Pass Fail, পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ফিরছে পাশ ফেল, বিজ্ঞপ্তি জারি করে জানালো কেন্দ্রীয় সরকার

আমাদের ভারত, ২৩ ডিসেম্বর: কেন্দ্রীয় সরকার পঞ্চম ও অষ্টম শ্রেণির জন্য নো ডিপেনশন পলিসি বাতিল করতে চলেছে। এর ফলে আবার স্কুলে দুটি ক্লাসের বার্ষিক পরীক্ষায় পাশ ফেল প্রথা চালু হবে। এক্ষেত্রে একবার কেউ পরীক্ষায় পাশ করতে না পারলে তাকে আবারও পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হবে। সেই পরীক্ষায় পাশ করলে সংশ্লিষ্ট পড়ুয়া পরের ক্লাসে যেতে পারবে।

২০১৯ সালের শিক্ষা অধিকার আইন সংশোধনের পরে অন্তত ১৬টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল ইতিমধ্যে এই দুটি শ্রেণির জন্য নো ডিটেনশন নীতি বাতিল করেছে। এবার গোটা দেশেই কেন্দ্রীয় সরকারের স্কুলগুলিতে এই ব্যবস্থা চালু হতে চলেছে। কেন্দ্র সরকারের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়মিত পরীক্ষার পর যদি কোনো ছাত্র পদোন্নতির শর্ত পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে তাকে দু’ মাসের মধ্যে আবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। সে ক্ষেত্রে পরীক্ষায় পাশ করলে তার আর বছর নষ্ট হবে না। কিন্তু পড়ুয়া যদি আবারও পাস করতে না পারে তাহলে তাকে পঞ্চম কিংবা অষ্টম শ্রেণিতে স্কুল রেখে দেবে। পরের বছর পরীক্ষায় বসতে হবে তাকে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ছাত্রকে ওই শ্রেণিতে রাখার সময় শ্রেণি শিক্ষক প্রয়োজনে ছাত্রের পাশাপাশি তার বাবা-মায়ের সঙ্গেও কথা বলবেন। কিভাবে পড়াশোনা চালিয়ে নিয়ে গেলে সাফল্য আসবে তার পরামর্শ দেবেন। এছাড়া পড়ুয়া ঠিক কোন জায়গায় পিছিয়ে আছে সেটাও পরিবারের সদস্যদের বুঝিয়ে দেবেন শিক্ষক।

অন্যদিকে সরকারের তরফে স্পষ্ট বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো শিশুকে কোনো স্কুল থেকে বহিষ্কার করা যাবে না। শিক্ষা মন্ত্রকের এই বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, সৈনিক স্কুল সহ কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত সব বিদ্যালয়ে প্রযোজ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *