Sukanta, BJP, ভারত বাঘ আর বাংলাদেশ কুকুর, কুকুর বাঘের সঙ্গে কখনো লড়তে পারে না, কট্টরপন্থীদের বিদ্বেষমূলক মন্তব্যের পাল্টা দিলেন সুকান্ত

আমাদের ভারত, ২৩ ডিসেম্বর: এক অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। বার বার কট্টরপন্থীদের নিশানায় চলে আসছে সংখ্যালঘু হিন্দুরা। এই পরিস্থিতির প্রভাব ভারতে পরেছে বৈকি। এই সময় দাঁড়িয়ে বাংলাদেশ লাগুয়া ভারতের রাজ্যগুলোকে সাময়িক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না বলেই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অন্যদিকে বাংলাদেশ সরকারের উচ্চ পদে থাকা অনেকেই ভারতের একাধিক অংশকে নিজেদের অধিকারে করে নেবেন বলে দাবি করছেন। সেই প্রসঙ্গে বলতে গিয়ে ভারতকে বাঘ আর বাংলাদেশকে কুকুরের সঙ্গে তুলনা টেনে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

বাংলাদেশের কট্টরপন্থীদের ভারত বিদ্বেষী মন্তব্য এবং বর্তমান সরকারের উপদেষ্টা কমিটির আচরণকে শিশুসুলভ বলেও কটাক্ষ করেছেন মোদী সরকারের এই মন্ত্রী। আজ জলপাইগুড়িতে রোজগার মেলায় নিয়োগ পত্র বিতরণ করেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং সাংসদ জয়ন্ত রায়। সেই অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বর্তমান বাংলাদেশ সরকারের উপদেষ্টা কমিটিতে যারা আছেন তাদের আচরণ বা তারা মাঝে মাঝে যেসব দাবি করছেন তা কোনো মতেই সম্ভব নয়। তাঁর কথায়, ভারত হলো বাঘের মতো আর বাংলাদেশ কুকুর। আর কুকুর কোনদিন বাঘের সঙ্গে লড়াই করে জিততে পারে না।

তবে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের কারণে সীমান্তবর্তী রাজ্য সমস্যায় রয়েছে বলে জানান তিনি। বিজেপি নেতা বলেন, অনুপ্রবেশ চলছে। রাজ্যের জমি অধিগ্রহণ সমস্যার কারণে কিছু কিছু জায়গায় সীমান্তে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। যে কারণে দেশের ভৌগোলিক
পরিস্থিতিরও বদল হচ্ছে। তবে ভারত সরকার এবং তার বাহিনী এই সমস্যার সঙ্গে মোকাবিলা করতে সিদ্ধহস্ত বলে আশ্বস্ত করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, আমাদের সরকার ও সেনাবাহিনী সক্ষম এই ধরনের সমস্যার মোকাবিলা করতে। চিকেন নেকস সুরক্ষায় অনেক সেনা মোতায়েন করা হয়েছে হাসিমারায়ে। অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফাল রয়েছে ফলে এসব অতো সহজ হবে না। একই সঙ্গে তাঁর দাবি, পরিকল্পনা করে ভারতে জনবিন্যাস পরিবর্তনের চেষ্টা চলছে।

পশ্চিমবঙ্গ থেকে গত কয়েকদিন জঙ্গি গ্রেফতারের ঘটনায় শাসক দল তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গকে মুখ্যমন্ত্রীও তার দল জঙ্গিদের বিচরণ স্থলে বা অভয়ারণ্যে পরিণত করেছে। জঙ্গিরা এখানে মহা আনন্দে থাকছে, খাচ্ছে- ঘুরছে আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে গলা মিলিয়ে জয় বাংলা বলছে। আর ভারত বিরোধী কার্যকলাপ চালাচ্ছে। আজ কাশ্মীর, দক্ষিণ ভারতের জঙ্গি ধরা পড়েছে বাংলায়। এই না হলে এগিয়ে বাংলার মডেল। এসব তো হচ্ছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই। বাংলাদেশি জঙ্গিরা অতি সহজে ভারতীয় পরিচয় পত্র তৈরি করে নিশ্চিন্তে এখানে থাকেন।

সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, রাজ্যের শাসক দলের মদতেই সীমান্ত পেরিয়ে জঙ্গিরা অনুপ্রবেশ করেছে। আর তৃণমূলের নেতারাই সে জঙ্গিদের সাহায্য করছে নকল পরিচয় পত্র বানাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *