পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ ডিসেম্বর: ব্লাড ব্যাঙ্কে রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড সেন্ট্রাল বাস স্ট্যান্ড অফিস প্রাঙ্গনে বাস পরিবহন শ্রমিক ও হকার্স ইউনিয়নের যৌথ উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই রক্তদান শিবিরে প্রায় ৪১ জন রক্ত দাতা রক্ত দান করেন বলে জানিয়েছেন ব্লক আইএনটিটিইউসি’র সভাপতি দেব কুমার দে।
রক্তদান শিবিরের উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা। উপস্থিত ছিলেন দুই সংগঠনের সভাপতি স্বপন সিংহ রায়, ব্যবসায়ী সমিতির সম্পাদক বরুণ চৈরা, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকার, যুবনেতা প্রসেনজিৎ রানা সহ অন্যান্য ব্যক্তিবর্গ।