রাজেন রায়, কলকাতা, ২৭ জানুয়ারি: ধর্মঘটের দাবিতে বাস মালিকরা অনড় থাকলেও বারবার বৈঠক করে ধর্মঘট আটকানোর চেষ্টায় সক্রিয় ছিল রাজ্য প্রশাসন। রবিবার মুখ্য সচিবের সঙ্গে এক দফা বৈঠকের পর ফের বুধবার রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন পাঁচটি বাস মালিক সংগঠন। প্রায় আড়াই ঘণ্টা ধরে বৈঠকের পর বেড়িয়ে তারা ঘোষণা করেন, সরকারি আশ্বাসে তিনদিনের ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। ফলে স্বস্তি পেলেন রাজ্যের কয়েক হাজার নিত্যযাত্রী।
ডিজেলের দামে কর কমানো, জিএসটির স্কেল সংশোধন, ভাড়া বৃদ্ধির দাবি-সহ একাধিক ইস্যুতে ২৮ তারিখ থেকে টানা তিনদিন বাস ধর্মঘটের ডাক দিয়েছিল ৫টি সংগঠন। রবিবার ময়দান তাঁবুতে এই নিয়ে প্রথমে এক দফা বৈঠক করা হয়। তাদের দাবি গুলি রাজ্য প্রশাসনকে জানানো হবে বলে তখনই আশ্বাস দিয়েছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কিন্তু তখনো পর্যন্ত কোনও নির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় তারা ধর্মঘট প্রত্যাহার করে নেননি। মুখ্যমন্ত্রীর সাথে আলোচনার পর বুধবার মুখ্যসচিব ফের বাস মালিকদের জানান, সরকার তাদের দাবি মত কিছু পদক্ষেপ করার চেষ্টা করছে।বেঙ্গল বাস সিন্ডিকেটের সহ-সভাপতি সুরজিৎ সাহা জানান, ”সরকার আমাদের বেশ কয়েকটি দাবি মেনে নিয়েছে। ডিজেলের ওপর থেকে কর কমানো নিয়ে কেন্দ্রের কাছে চিঠি পাঠানো হবে বলে আশ্বাস মিলেছে। মুখ্যসচিব জানিয়েছেন যে, কেন্দ্র কর কমানোর পদক্ষেপ নিলে রাজ্যও ডিজেল থেকে করের অঙ্ক কমিয়ে দেবে।”
ওই একই ইস্যুতে বাসের পাশাপাশি ট্যাক্সি ধর্মঘটেরও ডাক দিয়েছিল ট্যাক্সি সংগঠনগুলি। তবে এদিন মুখ্যসচিবের সঙ্গে কথা বলার পর তাঁরাও তা প্রত্যাহার করে নিয়েছে। ধর্মঘট প্রত্যাহারের কথা জানিয়েছে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন। তাঁদের তরফে বলা হয়েছে, সংগঠন ধর্মঘটের ডাক দিলেও চালকরা তা সমর্থন করেননি। তাঁরা ট্যাক্সি নিয়ে রাস্তায় নামতেই চাইছেন। একসঙ্গে রাজ্য প্রশাসন আশ্বাস দেওয়ায় তারা রাজ্য প্রশাসনের উপর ভরসা রাখতে চাইছেন। সেই কারণে তারাও ধর্মঘটে সামিল হচ্ছেন না। ফলে আগামী তিনদিন গণপরিবহন সমস্যা হওয়ার সম্ভাবনার রইল না।