পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ জানুয়ারি: প্রয়াগরাজে মহাকুম্ভতে পদপিষ্ট হয়ে মৃত বৃদ্ধা উর্মিলা ভুঁইঞার দেহ শুক্রবার বিকেলে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পৌঁছোয়। সেখানে ওই বৃদ্ধার ময়না তদন্তের পর তার বাড়ি শালবনি ব্লকের গুড়াইপাটানা গ্রামে নিয়ে যাওয়া হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে মন্ত্রী মানস ভুঁইঞা, শ্রীকান্ত মাহাতো ও জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিং সহ অন্যান্য সরকারি আধিকারিকরা মেদিনীপুর হাসপাতালে উপস্থিত ছিলেন।
বুধবার মহাকুম্ভে পদপিষ্ট হয়ে উর্মিলাদেবীর মৃত্যুর খবর পেয়ে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে মৃতা উর্মিলা ভুঁইঞার গুড়াইপাটনার বাড়িতে যান শালবনির বিডিও রোমান মন্ডল। মৃতার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। সোমবার খড়্গপুর থেকে মেয়ে ও জামাইয়ের সঙ্গে প্রয়াগরাজ রওনা দিয়েছিলেন ৭৮ বছরের উর্মিলা ভুঁইঞা। বুধবার পরিবারের লোকেরা তার পদপিষ্ঠ হয়ে মৃত্যুর খবর পান। শুক্রবার বিকেলে তার মৃতদেহ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে শালবনির বাড়িতে পৌঁছোয়।