আমাদের ভারত, ৩১ জানুয়ারি: মোট অভ্যন্তরীণ উৎপাদনের প্রথম অগ্রিম হিসেব অনুযায়ী ভারতের শিল্পক্ষেত্রে বৃদ্ধির হার অর্থবর্ষ ’২৫-এ ৬.২ শতাংশ হবে বলে অনুমান। সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন-এর পেশ করা অর্থনৈতিক সমীক্ষায় এ কথা বলা হয়েছে।
ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোয় বলা হয়েছে, শিল্পক্ষেত্রে বাণিজ্যিক সংস্কার, গবেষণা, উদ্ভাবনা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ক্ষেত্রকে সংগঠিত করার উদ্যোগ বিকাশ হার বাড়িয়ে তুলবে।
এ ছাড়াও, উপভোক্তা ভিত্তিক অটোমোবাইল, ইলেক্ট্রনিক এবং ফার্মাসিটিউক্যাল ক্ষেত্রে বিকাশ হার যথেষ্ট আশাপ্রদ। সারা বিশ্বে উৎপাদন ক্ষেত্রে ভারতের অবদান ২.৮ শতাংশ। আন্তর্জাতিক বিনিয়োগকারীরা ভারত এবং চীনের প্রতি আকৃষ্ট হচ্ছেন। বিষয়টি ভারতের সামনে বড় সুযোগ।