BJP, Baruipur, তৃণমূলের ফাঁদে পা, বারুইপুরে কর্মসূচি বাঞ্চাল বিজেপির

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১৯ মার্চ: বারুইপুরে শুভেন্দু অধিকারীর ঘোষিত কর্মসূচি কার্যত বানচাল হলো। কর্মসূচি বাতিল হওয়ায় হতাশ বিজেপি কর্মীরা। তৃণমূলের পাতা ফাঁদে পা দিয়ে পিছু হটলো বিজেপি এমনটাই দাবি রাজনৈতিক বিশ্লেষকদের।

বারুইপুরে শীতলা মন্দির ভাঙ্গার প্রতিবাদ ও বিধানসভায় বিজেপি বিধায়কদের বহিষ্কারের প্রতিবাদে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র বারুইপুরে প্রতিবাদ মিছিল ও সভার ডাক দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু শেষ পর্যন্ত তৃণমূলের চাপে সেই কর্মসূচি বাতিল করলো বিজেপি। কর্মসূচি পালন না করেই কলকাতায় ফিরলেন শুভেন্দু অধিকারী।

বুধবার বারুইপুর রাসমাঠ থেকে এসপি অফিস পর্যন্ত পদযাত্রা ও এসপি অফিসের সামনে প্রতিবাদ সভা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। বিধানসভার বহিষ্কৃত বিধায়কদের সঙ্গে নিয়ে বারুইপুরে এদিন আসন শুভেন্দু অধিকারী। কিন্তু বিজেপির এই সভাকে বানচাল করতে শুরু থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল তৃণমূল। এদিন একই সময়ে বিজেপির যাত্রাপথে দুটি পথসভার ডাক দেয় তৃণমূল। আর সেই সভাস্থল থেকেই বিজেপি কর্মী ও নেতৃত্বের গাড়ি লক্ষ্য করে কালো পতাকা ও গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। প্রচুর পুলিশ মোতায়েন থাকলেও পুলিশকে হিমশিম খেতে হয়। এমনকি শুভেন্দু অধিকারীর গাড়ি যখন বারুইপুরে আসে তখনও একই ভাবে গো ব্যাক স্লোগান ও কালো পতাকা দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা। এলাকায় প্রচন্ড উত্তেজনা ছড়ালে এদিনের কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেয় বিজেপি। পুলিশ প্রশাসনকে অপদার্থ বলে তিরস্কার করেন শুভেন্দু অধিকারী। বিমান বন্দ্যোপাধ্যায়কে গুণ্ডা বলেন তিনি।

এদিনের কর্মসূচি বাতিল করলেও আগামী ২৭ মার্চ আবারও বারুইপুর এসপি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এদিনের কর্মসূচি বাতিল হওয়ায় হতাশ দূর দূরান্ত থেকে আসা বিজেপি কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *